জেলে গিয়ে নাতিকে গোপনে নিয়মিত হেরোইন সহ নানা রকমের মাদক দিয়ে আসতেন দাদী। অার এ অপরাধের দায়ে ৬৪ বছর বয়সী দাদী ক্যারোলিনকে গ্রেফতার করা হয়েছে।
আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার ঘটনা। সেখানকার মার্টিন্সবার্গের কাছে ইস্টার্ন রিজিওনাল জেলে বন্দি রয়েছে ক্যারোলিনের নাতি শন ডগলাস ওয়েস্টার।
মাউন্টেন স্টেট ফিউগিটিভ টাস্ক ফোর্স জানাচ্ছে, মাদক রাখা আর তা পাচার করা সহ ১৫টি অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্যারোলিনকে। জেলে থাকা নাতি শনকে একমাত্র ক্যারোলিনই রোজ দেখতে যেতেন। আর প্রতিদিনই ক্যারোলিন জেলে নাতিকে দেখতে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতেন হেরোইন সহ নানা রকমের মাদক দ্রব্য। সেগুলি কারারক্ষীদের নজর এড়িয়ে নাতির হাতে তুলে দেওয়ার জন্য পানি খাওয়ার স্ট্রয়ের মধ্যে লুকিয়ে নিয়ে যেতেন ক্যারোলিন। গত ২ সেপ্টেম্বরও নাতিকে জেলে গিয়ে ওই মাদক দিচ্ছিলেন ক্যারোলিন। তখনই এক কারারক্ষীর সন্দেহ হয়।
তিনি শনের সেলের দিকে এগিয়ে আসতেই শন তার দাদী ক্যারোলিনকে বলে, ‘‘পালাও পালাও’’। তার পর শনের সেলে তন্নতন্ন তল্লাশি চালিয়ে কারারক্ষীরা ২২টি জলের স্ট্র খুঁজে পান। সেই স্ট্রগুলি ভার ছিল হেরোইন সহ নানা রকমের মাদকে। এর পরেই গ্রেফতার করা হয় ক্যারোলিনকে।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান