বলিউডের সিনেমা 'কি অ্যান্ড কা' এর একটি দৃশ্যে নারীদের 'হিল' জুতো পরে ডান্স ফ্লোরে ধুম নাচতে দেখা গিয়েছে অভিনেতা অর্জুন কাপুরকে। কারিনা কাপুরকে খুশি করতেই এমন বেশ ধারণ করেন অর্জুন।
সিনেমাটির সেই 'হাই হিল পে নচ্চে'... গানটিও বেশ জনপ্রিয় হয়। এবার সেই রকমই নারীদের জুতো পরতে দেখা গেল এক চীনা যুবককে। নারীদের জুতো পরা এই যুবকের ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। ঘটনা চীনের শাপিংবা জেলার জিংকুইনো হাসপাতালের। সেখানে এক যুবককে নারীদের হাই হিলের গোলাপি রংয়ের জুতো পরতে দেখা যায়।
এ রকম অদ্ভুত ঘটনা দেখতেই তার ছবি তোলেন হাসপাতালে উপস্থিত অন্য একজন। আর তা তিনি পোস্ট করেন সোশাল মিডিয়ায়। ছবি সোশাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে ওঠে।
আসলে, ওই যুবকের গার্লফ্রেন্ড পায়ে ফোস্কার সমস্যায় ভুগছিলেন। আর সেই জন্যই নিজের জুতো খুলে গার্লফ্রেন্ডকে দেন এই যুবক। যাতে গার্লফ্রেন্ডের পায়ে আরাম হয়। আর যুবক পরে নেন তাঁর গার্লফ্রেন্ডের গোলাপি রং জুতো। আর এ জন্যই সোশাল মিডিয়া বলছে এই যুবকই দুনিয়ার সবচেয়ে 'সেরা বয়ফ্রেন্ড'।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান