সম্প্রতি স্কটল্যান্ডের অ্যাবার্ডিনশায়ারের বাঘের আতঙ্কের খবরে একটি অভিযান পরিচালনা করেন পুলিশ। ফোনে ভীত স্বরে এক ব্যাক্তি পুলিশকে জানান, তার গরুর খামারে একটা বিরাট বাঘ এসে ঢুকেছে। আর এতে তাৎক্ষণিকভাবেই ব্যবস্থা নেয় নর্থ ইস্ট পুলিশ ডিভিশন।
পুলিশের কনট্রোল রুমে পাঠানো হয় তথাকথিত বাঘটির ছবি। একজন বিশেষজ্ঞ সার্জেন্ট সেটিকে সত্যিকারের বাঘ বলে নিশ্চিতও করেন। পাশাপাশি স্থানীয় ওয়াইল্ড লাইফ পার্ক থেকে কোনো বাঘ পালিয়েছে কিনা তাও খোঁজ নিতে বলা হয়।
অভিযান শুরু হয়। কয়েকটি ভ্যানে অস্ত্রশস্ত্র নিয়ে ওই খামারের দিকে রওনা দেয় পুলিশ। খামারটিতে পৌঁছনোর পর, পুলিশ ৪৫ মিনিট ধরে কথিত বাঘটিকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। পরে, অভিযান শুরু করলে তারা দেখতে পান, ভীতিকর প্রাণীটি আসলে একটি বিশাল বাঘের পুতুল।
এ ব্যাপারে সেখানকার পুলিশ বিভাগ জানিয়েছে, ফলস অ্যালার্ম হলেও, ফোন কলটির উদ্দেশ্য ভালো ছিল। কোনো ফোন কল অস্বাভাবিক মনে হলেও, মানুষের বিপদের কারণ হতে পারে এমন অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে কোনো দেরি হয়নি। একই সঙ্গে ওয়াইল্ড লাইফ পার্ক থেকে কোনো জন্তু পালিয়েছে কিনা তা খোঁজ নিতে বলা হয়।
ফেসবুকের ‘ইউকে কপ হিউমার’ পেজে খামারে বসে থাকা ডোরাকাটা পুতুল বাঘটির ছবি পোস্ট করা হলে নেটিজেনদের হাসির খোরাক হয়ে ওঠে ঘটনাটি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ