হিন্দি গান গাওয়ার দায়ে এক পাকিস্তানি তরুণীকে শাস্তি দেয়া হয়েছে। সোমবার এই ঘটনা ঘটে পাকিস্তানের একটি বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাকিস্তানি পতাকা লাগানো টুপি পরার সময় এক তরুণী ভারতীয় গান গাইছে দেখে তাকে শাস্তি দিয়েছে পাকিস্তানের বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীরা। এদিকে, এই গানের ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।
পাকিস্তানি তরুণীর ওই ঘটনা বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। নিয়ম ভঙ্গের কারণে ২৫ বছর বয়সী এই নারীর বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধি দু'বছরের জন্য বন্ধ করে দিয়েছে এএসএফ।
শুধু তাই নয়, ভবিষ্যতে এমন ভুল আবার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, ভারতের সংগীত শিল্পী গুরু রান্ধওয়ার জনপ্রিয় একটি গান গেয়েছিলেন ওই নারী।
দেখুন সেই ভিডিও...
বিডি-প্রতিদিন/ ই-জাহান