২০ বছর বয়সী এক যুবক চারতলার বারান্দা থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। বন্ধুরা মিলে সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানানোর সময় এই দুর্ঘটনা ঘটে। উত্তরপ্রদেশের আগ্রার সরফা বাজার এলাকার এই ঘটনা ক্যামেরাতেও ধরা পড়েছে
খবর অনুসারে, ওই যুবক এবং তার চার বন্ধু মিলে একটি বহুতল ভবনের বারান্দায় দাঁড়িয়ে রিল তৈরি করছিলেন। বারান্দার দু’পাশে বড় ফাঁকা জায়গাগুলো রেলিং দিয়ে বন্ধ ছিল যাতে কেউ অসাবধানতাবশত নিচে পড়ে না যায়। রেলিংয়ের কাছেই বসে ছিলেন তার বন্ধুরা, এবং একজন রেলিংয়ের ওপরে বসে ছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, কিছুটা দূর থেকে ধীর গতিতে নাচের ভঙ্গিতে হেঁটে আসছিলেন ওই যুবক, আর বন্ধুরা সেই মুহূর্ত রিল বানানোর জন্য ক্যামেরায় ধারণ করছিলেন।
যুবকটি যখন রেলিংয়ের কাছে আসে তখনই তার পা পিছলে যায় এবং মুহূর্তের মধ্যে তিনি নিচে পড়ে যান। উপস্থিত বন্ধুরা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান। সামনে থাকা একজন বন্ধু হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করলেও সফল হতে পারেননি।
দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে যুবকটির আঘাত এতটাই গুরুতর ছিল যে, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লেগে তার মৃত্যু হয়।
এই ঘটনার পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত ভবনের সিসি ক্যামেরা থেকে ধারণ করা।
বিডিপ্রতিদিন/কবিরুল