মার্কিন টেক টাইকুন ইলন মাস্ক ট্রাম্প-সমর্থক রাজনৈতিক কার্যক্রম কমিটি ‘আমেরিকা প্যাক’-এর আওতায় আগামী ৫ নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় প্রতিদিন একজন করে নিবন্ধিত ভোটারকে ১০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আমেরিকা প্যাকের সংবিধানপন্থি একটি পিটিশন যারা সই করবে, তাদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে একজনকে বাছাই করে এই অর্থ পুরস্কার দেওয়া হবে।
পিটিশনটিতে বলা হয়েছে, “সংবিধানের প্রথম এবং দ্বিতীয় সংশোধনীতে বাক স্বাধীনতা এবং অস্ত্র বহনের অধিকার নিশ্চিত করা হয়েছে। নিচে সই করে আমি প্রথম ও দ্বিতীয় সংশোধনীতে আমার সমর্থন নিশ্চিত করছি।”
পিটিশনে যে কেবল রিপাবলিকানরাই সই করবে তা নয়, পেনসিলভানিয়ার নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটারও পিটিশনে সই করতে পারবে।
মাস্ক শনিবার রাতে পেনসিলভানিয়ার এক টাউন হল প্রচার অনুষ্ঠানে প্রথম বিজয়ীর হাতে লটারি-ধাঁচেন চেক তুলে দিয়ে এই কর্মসূচি এরই মধ্যে শুরু করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল