ট্রেনের এসি কামরায় দেখা মিলল সাপ! এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব। গত ২১ অক্টোবর ভারতের ঝাড়খণ্ড থেকে গোয়া অভিমুখে যাত্রা করা ‘ভাস্কো-দা-গামা সাপ্তাহিক এক্সপ্রেস’ ট্রেনে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
খবর অনুসারে, এসি ২-টিয়ার কোচের যাত্রীরা যখন আরামদায়ক ভ্রমণে মগ্ন, ঠিক তখনই পর্দার কাছাকাছি একটি সাপকে ঘুরতে দেখে ভয়ে আঁতকে ওঠেন সবাই। যাত্রীরা দ্রুত ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
অঙ্কিত কুমার সিং নামে এক ব্যক্তির বাবা-মা এই ট্রেনে এসি ২-টিয়ার কোচের আসন (এ২ ৩১, ৩৩) বরাদ্দ নিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সাপের উপস্থিতি সম্পর্কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করেন। টুইট বার্তায় তিনি লেখেন, ‘ট্রেন ১৭৩২২ (জসিডিহ থেকে ভাস্কো ডি গামা) তে সাপ পাওয়া গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’ তিনি ভিডিও সংযুক্ত করে জানান, ঘটনাটি অত্যন্ত বিপজ্জনক এবং তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন।
খবরে বলা হয়েছে, ট্রেনের যাত্রীরা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ভিডিওতে দেখা যায়, সাপটি পর্দার পাশে ঘুরে বেড়াচ্ছে, যা ট্রেনের ভ্রমণকারীদের ভয় ও উদ্বেগ বাড়ায়। তবে সৌভাগ্যবশত, আইআরসিটিসির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সহায়তায় সাপটি একটি বিছানার চাদর ব্যবহার করে ধরেন।
রেল পরিসেবা দলও দ্রুত টুইটের উত্তর দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানায় এবং পরিস্থিতি দ্রুত সমাধানের উদ্যোগ নেয়। সাপটি নিরাপদে ট্রেন থেকে সরিয়ে নেওয়া হলেও, তার ভাগ্য কী হয়েছে তা জানা যায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল