ইন্টারনেটে খ্যাতি পাওয়া কালো কাঠবিড়ালি পিনাট, শেষমেশ নীরবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। নিউইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার তাকে নিষ্কৃতি দেওয়া হয়।এই প্রক্রিয়ার সময় ( ইনজেকশন দিয়ে মৃত্যু ঘটানোর সময়) পিনাট একটি সরকারি কর্মচারীকে কামড়ে দেয়।
ইনস্টাগ্রামে ৫ লাখের বেশি অনুসারী ছিল পিনাটের। তার ছোট ছোট মজার কীর্তিকলাপ যেমন ওয়াফেল খাওয়া এবং ছোট ছোট পোশাক পরার ছবি বিশ্বজুড়ে ভক্তদের আনন্দ দিয়েছে।
নিউইয়র্কের বাসিন্দা মার্ক লঙ্গো এই কাঠবিড়ালিটিকে উদ্ধার করেন, তখন সে ছিল একেবারে ছোট। গাড়ি দুর্ঘটনায় তার মাকে হারিয়ে পিনাটকে তিনি বোতল দিয়ে দুধ খাইয়ে বাঁচিয়ে তোলেন এবং পরে প্রকৃতিতে মুক্ত করতে চেষ্টা করেন। তবে একটি দুর্ঘটনায় লেজের অংশ হারানোর পর পিনাট ফিরে আসে লঙ্গোর কাছে এবং তার সঙ্গেই থাকে সাত বছর ধরে।
সামাজিক মাধ্যমে পিনাটের মৃত্যুর জন্য দায়ীদের কঠোর ভাষায় সমালোচনা করে লঙ্গো ইনস্টাগ্রামে লেখেন, “ইন্টারনেট, তুমি জয়ী হলে। তুমি আমার সবচেয়ে প্রিয় সঙ্গীকে কেড়ে নিলে। যারা নিউইয়র্ক রাজ্য পরিবেশ সংরক্ষণ বিভাগে (ডিইসি) অভিযোগ করেছিলেন, তাদের জন্য নরকে বিশেষ জায়গা রয়েছে।” তিনি আরও বলেন, “পিনাট আমার জন্য সেরা বন্ধুর মতো ছিল।”
চেমাং কাউন্টি স্বাস্থ্য বিভাগ এবং নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন জানায়, পিনাট ও একটি র্যাকুন অবৈধভাবে পালিত হচ্ছিল এবং রোগ পরীক্ষা করতে তাদের নিষ্কৃতি দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ বিভাগ (ডিইসি) জানায়, ৩০ অক্টোবর এই দুটি প্রাণী উদ্ধার করা হয়, কারণ মানুষ ও এই প্রাণীগুলির মধ্যে রোগ সংক্রমণের আশঙ্কা ছিল। এদিকে, উদ্ধার প্রক্রিয়ায় পিনাট একজন কর্মীকে কামড়ে দেয়, ফলে জলাতঙ্ক পরীক্ষার জন্য দুটোকেই euthanize করতে হয়।
ভক্তদের উদ্দেশ্যে লঙ্গো জানান, “এই লড়াই শেষ নয়।” তিনি আইনগত খরচ ও ভবিষ্যতে একটি প্রাণী সংরক্ষণাগার তৈরির জন্য দানের আবেদন জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল