একটি নতুন ও অজানা প্রজাতির ব্যাকটেরিয়ার খোঁজ মিলেছে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে। বিজ্ঞানীরা বলছেন, এই ব্যাকটেরিয়া এমন একধরনের বৈশিষ্ট্য ধারণ করে, যা দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে নভোচারীদের স্বাস্থ্য রক্ষা এবং মহাকাশযানের কার্যকারিতা বজায় রাখতে সহায়ক হতে পারে।
চীনা বিজ্ঞানীরা ‘শেনঝৌ-১৫’ মিশনের সময় মহাকাশ স্টেশনের গায়ে থাকা জীবাণু নমুনা বিশ্লেষণ করে এই ব্যাকটেরিয়ার খোঁজ পান। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী International Journal of Systematic and Evolutionary Microbiology-এ। ব্যাকটেরিয়াটির নাম দেওয়া হয়েছে Niallia tiangongensis।
এটি একটি বায়ুশ্বাসে টিকে থাকা (aerobic), স্পোর-গঠনকারী এবং দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া। পৃথিবীর মাটি থেকে পাওয়া Niallia circulans ব্যাকটেরিয়ার সঙ্গে এর অনেক মিল থাকলেও, এর কিছু গঠনগত ও জিনগত পরিবর্তন (mutation) রয়েছে, যা একে মহাশূন্যে টিকে থাকতে সাহায্য করতে পারে।
গবেষকদের মতে, এই ব্যাকটেরিয়া জেলাটিন জাতীয় পদার্থ ভেঙে ফেলতে সক্ষম—এটি এমন এক গুণ, যা পুষ্টির ঘাটতি পূরণে কাজে লাগতে পারে। এছাড়া এটি দেহের কোষের ক্ষয় ও রেডিয়েশনজনিত ক্ষতি মেরামতের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখতে পারে বলে গবেষণায় দেখা গেছে।
তবে এই নতুন ব্যাকটেরিয়া নভোচারীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না, তা এখনো নিশ্চিত নয়। বিজ্ঞানীরা বলছেন, মহাকাশযানে জীবাণু কীভাবে টিকে থাকে এবং কীভাবে তা প্রতিরোধ করা যায়, সে বিষয়ে গবেষণা চালিয়ে যাওয়া খুবই জরুরি।
উল্লেখ্য, মহাকাশে নতুন ব্যাকটেরিয়া আবিষ্কারের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) এবং এমনকি NASA-এর জীবাণুমুক্ত রুম থেকেও একাধিক অজানা ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়েছে, যেগুলো ভবিষ্যতে মঙ্গলগ্রহে কৃষিকাজেও সহায়ক হতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল