২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৩৮

বগুড়া আওয়ামী লীগের প্রচারণা মিছিলে হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়া আওয়ামী লীগের প্রচারণা মিছিলে হামলা, আহত ৩

পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণা মিছিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে ছুরিকাঘাত করা হয়েছে। আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া পৌর এলাকার ৬নং ওয়ার্ডের উত্তর চেলোপাড়া এলাকার বটতলায় ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের নেতৃত্বে রাত সাড়ে ১১টায় বিক্ষোভ করা হয়েছে।

আহতরা হলেন- ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মিলন কুমার রায় (৪৩), ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী শান্ত (২৪), ছাত্রলীগ কর্মী নিপুণ (২৪)। ঘটনার সাথে জড়িত সন্দেহে আটককৃতরা হলেন- নাটাইপাড়া ও চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তন্ময় কুমার দত্ত (৩৫) ও টুলু বেপারী (৫২)।

বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রদীপ কুমার রায় জানান, বগুড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনন্দ দাসের (পাঞ্জাবি) প্রচারণা মিছিল শুরু হয়। প্রচারণা মিছিলটি উত্তর চেলোপাড়ার বটতলা এলাকায় পৌছলে বিএনপির কর্মী সমর্থকরা মিছিলে হামলা করে। হামলায় ৩ জনকে ছুরিকাঘাত করা হয়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাত ১২টায় বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এপর্যন্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। 

এদিকে বগুড়া ৬নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী পরিমল চন্দ্র দাস বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে সেখানে বিএনপির কোন নেতাকর্মী হামলা করেনি।

এ ঘটনায় রাত সাড়ে ১১টায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় নাইমুর রাজ্জাক তিতাস জানান, যারাই হামলার সাথে জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর