২ মার্চ, ২০২১ ১৮:৪০

বগুড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ দুই জনের জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের 
প্রার্থীসহ দুই জনের জামানত বাজেয়াপ্ত

বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী হলেও আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্র্থী আবু ওবায়দুল হাসান ববিসহ দুই জন জামানত হারিয়েছেন। 

বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবু ওবায়দুল হাসান ববি (নৌকা) ও মাওলানা আব্দুল মতিন (হাতপাখা) জামানত হারিয়েছেন। নিয়ম অনুযায়ী জামানত ফেরত পেতে প্রদানকৃত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট প্রার্থীকে পেতে হবে। নির্বাচনে সর্বমোট ভোট পড়েছে ১ লাখ ৬৫ হাজার ১১২ টি। ৮ ভাগের এক ভাগ হতে ভোট পেতে হতো ২০ হাজার ৬৩৯টি। কিন্তু সেখানে দুইজন মেয়র প্রার্থী ২০ হাজারের বেশি ভোট পাননি। সেই হিসেবে দুজন মেয়র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। জামানত হিসেবে ভোটার অনুপাতে ৩০ হাজার টাকা জমা ছিল।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ইভিএম এ ভোটে নৌকা প্রতিকের প্রার্থী বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ভোট পেয়েছেন ২০ হাজার ৮৯টি। অন্যদিকে, বেসরকারিভাবে বিজয়ী ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা ৮২ হাজার ২১৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ‘স্বতন্ত্র’ প্রার্থী (আওয়ামী লীগের বহিষ্কৃৃত) আবদুল মান্নান পেয়েছেন ৫৬ হাজার ৮৯ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার সহসভাপতি মাওলানা আব্দুল মতিন (হাতপাখা ) পেয়েছেন ৬ হাজার ১৯১ ভোট।

এদিকে, বগুড়া পৌরসভা নির্বাচনের পর পৌর এলাকার বিভিন্ন স্থানে নৌকা প্রতিকে নির্বাচনে অংশ নেওয়া আবু ওবায়দুল হাসান ববির জামানত বাজেয়াপ্ত বিষয়টি নিয়ে বেশ কথা উঠেছে। অপরদিকে আওয়ামী লীগের বহিষ্কৃৃত নেতা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ এককভাবে ভোট করে ৫৬ হাজার ভোট পেয়েছেন। এতভোট পাওয়ার বিষয়টিও নিয়ে চলছে হৈচৈ। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর