কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়িক নেতা খন্দকার রশীদুজ্জমান দুদু আর নেই। তিনি বুধবার সকাল ৭টায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বর্ণাঢ্য জীবনের অধিকারী খন্দকার দুদু একাধারে বিশিষ্ট রাজনীতিবীদ, সফল ব্যবসায়ী ও সংগঠক ছিলেন। তিনি একজন মিষ্টভাষি সদালাপি ও সজ্জন মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয় ছাত্রাবস্থায়, তখন তিনি বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ’৬৯ এর আইয়ুব বিরোধী গণআন্দোলনে তার অগ্রণী ভূমিকা ছিল। তিনি আইয়ুব খান বিরোধী গণআন্দোলনের জন্য গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের কুষ্টিয়া জেলা আহ্বায়ক নির্বাচিত হন। তার নেতৃত্বে কুষ্ঠিয়ার ছাত্ররা আইয়ুব বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। ওই সময় পুলিশ রশীদুজ্জামান দুদুকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
দেশ স্বাধীন হওয়ার পর দুদু কুষ্টিয়া জেলা যুবলীগের আহ্বায়ক নির্বাচিত হন। সফল এ রাজনীতিক নিজের কর্ম দক্ষতার গুণে খুব অল্প দিনেই জেলার রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত ভিতের ওপর দাঁড় করান। এরপর তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও ২০০৪ এ আহ্বায়ক এবং সভাপতি নির্বাচিত হন। বরেণ্য এই রাজনীতিবীদ আমৃত্যু কুষ্ঠিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে খন্দকার রশীদুজ্জমান দুদু কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর কিছুদিন পর তিনি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন। সফল ব্যবসায়ী ও সংগঠক হিসেবে খন্দকার রশীদুজ্জমান দুদু কেবল কুষ্টিয়া নয়-সারাদেশেই পরিচিত ছিলেন।
তিনি প্রায় এক যুগ ধরে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। এছাড়া তিনি এফবিসিসিআইয়ের নির্বাচিত সহসভাপতি, ১৯৯৬-১৯৯৮সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পরিচালক, ১৯৯৮-২০০১ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
খন্দকার রশীদুজ্জমান দুদু কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মহাম্মদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। একপুত্র ও দুই কন্যা সন্তানের জনক। ছেলে রিয়াদ ও বড় মেয়ে শাওলি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তার ছোট মেয়ে সাবরিনা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের স্ত্রী।