মিরপুর বাঙলা কলেজের ছাত্রাবাসে গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মিরপুর মডেল থানায় নেয়া হয়েছে। অস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, তিনটি ম্যাগাজিন, ১৪টি গুলি, ২০টি চাপাতি-কিরিচ, একটি ককটেল, ১৭টি রড ও কিছু লাঠি।
জানা যায়, একটি ছাত্র সংগঠনের দুটি গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্র জমা করেছে খবর পেয়ে পুলিশ গতকাল মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত কলেজটির ছাত্রাবাসে তল্লাশি চালায়।