১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলার ৫১৪ পৃষ্ঠার রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এসব নথি এসে পৌঁছায়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম জানান, অস্ত্র ও চোরাচালান মামলার কেস ডকেট, দুটি মামলার রায়ের কপিসহ নথিপত্র এসে পৌঁছেছে। যে মামলায় মৃত্যুদণ্ডাদেশ হয়েছে, ওই মামলায় পেপার বুক তৈরির জন্য হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হবে। পেপার বুক তৈরির পর শুনানি শুরু হবে।
জানা গেছে, ইতিমধ্যে নথিপত্র ডেথ রেফারেন্স শাখায় পৌঁছেছে।
গত ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অস্ত্র আটক মামলার দুটি ধারায় এই ১৪ জনকে যাবজ্জীবন ও সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।