কাসিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেবার পথে গুলি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার ত্রিশালের সাইনবোর্ড নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন জন।
ছিনিয়ে নেয়া আসামিরা হলেন- কাশিমপুর কারাগারের ১নং ইউনিটের আসামি সালাউদ্দিন, হাইসিকিউরিটি ইউনিটের রাকিব হাসান, ২নং ইউনিটের বোমা মিজান। এরা প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সদস্য।
এদিকে, আসামি ছিনতাইয়ে জড়িত সন্দেহে টাঙ্গাইলের শফিপুর থেকে জাকারিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। ছিনতাইকৃত আসামীদের উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।