ছিনতাইয়ের পর আটক নিষিদ্ধ সংগঠন জেএমবি সদস্য ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।
আজ ভোর রাতে টাঙ্গাইলে অভিযানে বের হলে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর সার্কেলের এএসপি হাফিজ আল আক্তার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, রাকিব হাসানকে নিয়ে সোমবার ভোর রাতে অভিযানে বের হয় পুলিশ। মির্জাপুর-সখীপুর সীমান্তবর্তী বাঁশতৈল এলাকায় পৌঁছার পর জেএমবি সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গুলি বিনিময়ের পর রাকিব হাসান গুলিবিদ্ধ হয়।
এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন বলে তিনি জানান।