পিলখানায় নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শহীদ পরিবারের সদস্যসহ তিন বাহিনী প্রধান, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবদীন বীরবিক্রম শহীন সেনাদের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদনের পরে তিন বাহিনী ও বিজিবি মহাপরিচালক পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সাবেক সেনা প্রধান এইচএম এরশাদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, শহীদ সেনা পরিবারের সদস্য ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরে একদল বিপদগামী জওয়ানের হাতে সেনাবাহিনীর ৫৭ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা, তাদের পরিবারের দুইজন সদস্য এবং একজন সৈনিক শাহাদাৎ বরণ করেন।