কর ফাঁকি দেওয়া বাড়ির মালিকদের করের আওতায় আনতে আবারও মাঠে নামছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবারের অভিযান চলবে উপজেলা শহর পর্যন্ত।
এনবিআরের সবগুলো কর অঞ্চল থেকে বিশেষ টিম গঠন করে বাড়ির মালিকদের শনাক্ত করতে মাঠে নামানো হচ্ছে। এই বিষয় নিয়ে দিকনির্দেশনা দিতে আগামী ২ মার্চ জরুরি সভা ডেকেছে এনবিআর। সভায় কর অঞ্চলগুলোর সংশ্লিষ্ট কর কমিশনারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এনবিআর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্সি সেলের অনুসন্ধানে উঠে আসে দেশের বাড়িওয়ালাদের বৃহৎ অংশ আয়কর দেয় না। এই সংখ্যা দেড় লাখের মতো। এসব বাড়িওয়ালা প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ কোটি কোটি টাকা আয় করলেও তারা সরকারকে আয়কর দিচ্ছেন না। অধিকাংশ বাড়িওয়ালার ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিন) নেই বলে সেন্ট্রাল ইন্টেলিজেন্সি সেলের অনুসন্ধানে বেরিয়ে আসে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এনবিআর।
সূত্রে জানা যায়, টিন নম্বরবিহীন কর ফাঁকিবাজ বাড়িওয়ালাদের শনাক্তকরণ ও তাদের কাছ থেকে রাজস্ব আদায়ে চিরুনি অভিযান চালানো হবে। অন্যান্য সময় কর ফাঁকিবাজ বাড়িওয়ালাদের ধরতে সর্বোচ্চ জেলা শহর পর্যন্ত অভিযানের আওতায় আনা হলেও এবার সারা দেশের থানা বা পৌরসভা শহর পর্যন্ত অভিযান চালানো হবে। আর এই বিষয়ে ইতিমধ্যে এনবিআর থেকে দেশের সবগুলো কর অঞ্চলে দিকনির্দেশনা পাঠানো হয়েছে।
সূত্রে আরও জানা যায়, ২ মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন কর কমিশনারদের টিন নম্বরবিহীন বাড়িওয়ালা শনাক্তকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। সভায় ২০১৩-১৪ অর্থবছরের রাজস্ব আদায়ের সার্বিক পরিস্থিতি ও রাজস্ব ঘাটতি উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হবে।