বাংলাদেশে উৎপাদন খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে। উৎপাদন খরচ তো দিতেই হবে। দাম বাড়ল, দাম বাড়ল বলে চিৎকার করলে তো চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আজ দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন।
সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি-না? রোস্তম আলী ফরাজীর এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দামের ব্যাপারে যদি ধরেন তাহলে অনুরোধ করব অন্যান্য দেশের দিকে তাকাতে। সেখানে কত দামে বিদ্যুৎ বিক্রি হচ্ছে।
বিদ্যুতের দাম বাড়লে খুব বেশি অসুবিধা হবে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দেন