চর্তুথ উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় সাভারে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরুর প্রথম একঘণ্টায় কয়েকটি কেন্দ্র ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সকাল থেকেই উপজেলার প্রতিটি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকাসহ সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সার্বিক আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা জানান, সাভার উপজেলার দু’টি থানায় (সাভার ও আশুলিয়া) আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাভারে পুলিশের পক্ষ থেকে ১৪টি এবং আশুলিয়ায় ১৫টি মোবাইল টিম কাজ করছে। পাশাপাশি দুই প্লাটুন বিজিবি, ৭০ জন সেনা সদস্যসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।
সাভার উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৬০টি কেন্দ্রে সাত লাখ ৮৫ হাজার ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।