বহুল আলোচিত মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করার কথা থাকলেও আজ রায় হয়নি। এ মামলার অধিকতর তদন্তের জন্য আবেদন করা হয়েছে।
এ মামলার রায় ঘোষণা করা হবে বলে সকালে আদালতে হাজির হয়েছিলেন মামলার অন্যতম আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
১৯৮১ সালের ১ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশি হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যার ১৪ বছর পর ১৯৯৫ সালে মামলাটি দায়ের করা হয়।
(বিস্তারিত আসেছ...)