উপজেলা নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ির নান্দিয়াপাড়ায় ভোটকেন্দ্রে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাদ্দাম হোসেন। সাদ্দাম শিবিরের কর্মী বলে জানা গেছে।
জানা যায়, আজ দুপুরে সোনাইমুড়িতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা নান্দিয়াপাড়া ভোটকেন্দ্র দখল করতে গেলে বিএনপি ও শিবিরকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সাদ্দাম নিহত হন। সংঘর্ষের সময় আওয়ামী লীগের এক বিদ্রোহীপ্রার্থীও গুলিবিদ্ধ হয়েছেন।