চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৫টি উপজেলায় মোট ১৪৫টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে।
আজ ৫টা ৫০ মিনিটে এ তথ্য জানায় নির্বাচন কমিশন সচিবালয়।
ইসি থেকে পাওয়া তথ্যে দেখা গেছে ১৪৫টি স্থগিত কেন্দ্রের মধ্যে বরিশালের সদরে ১১টি, চাঁদপুরের ফরিদগঞ্জে ৮টি, ফেনীর সদরে ২টি, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি, নোয়াখালীর সদরে ১১৭টি, সোনাইমুড়ীতে ৩টি, ঢাকার সাভারে ২টি, কেরাণীগঞ্জে একটি।
ইসির দেওয়া তথ্যে দেখা গেছে. ব্যালট পেপার ছিনতাই করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা ও ভোট কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ইসি।