উপজেলা নির্বাচন কোন দলের প্রকৃত অবস্থান তুলে ধরে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নেতৃত্বের বিচক্ষণতা: নির্বাচনোত্তর রাজনৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, 'রংপুরে উপজেলা নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে কিন্তু রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। তাই উপজেলা নির্বাচন দিয়ে কোনো দলের অস্তিত্ব বোঝা যায় না।’
রাষ্ট্রবিজ্ঞান সমিতি আয়োজিত অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, ‘দশম জাতীয় নির্বাচন আওয়ামী লীগের অধীনে হওয়ায় বিএনপি অংশ নেয়নি। উপজেলা নির্বাচনে ঠিকই অংশ নিয়েছে। এটিই প্রমাণ করে বিএনপি নীতিহীন দল।'
তিনি বলেন, ‘জামায়াত-শিবির পৃথিবীর এক নম্বর সন্ত্রাসী আর বিএনপি তাদের সাথে ঐক্য করেছে। তাদের এই ঐক্য যতদিন থাকবে ততদিন বিএনপি রাজনীতিতে সুশৃঙ্খল হতে পারবে না।’
বাংলাদেশের রাজনীতির দুরবস্থার জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দোষারোপ করে তিনি বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর জিয়া রাজনীতিতে এসে বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য রাজনীতি আর সহজ থাকবে না। তারই ধারাবাহিকতায় আজ দেশের রাজনীতির এই দুরবস্থা সৃষ্টি হয়েছে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘রাজনীতিবিদরা যদি রাজনীতিতে বিচক্ষণতা বাড়ায় তাহলে দেশ ও মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে।’
তিনি বিএনপিকে স্বাগত জানিয়ে বলেন, অবশেষে বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় তাদের স্বাগত জানাচ্ছি।
রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্যার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাতসহ অনেকে।