প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের শাসনামলে জঙ্গি তৎপরতার জন্য দেশ আন্তর্জাতিক পর্যায়ে কালো তালিকাভুক্ত হয়। তাদের সময় বাংলাদেশ আন্তর্জাতিক মর্যাদা পায় না। আমরা ক্ষমতায় আসার পর দেশ কালো তালিকামুক্ত করতে সক্ষম হয়েছি। দেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা পাচ্ছে।
তিনি আজ বিকেলে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
এর আগে বিকেল সাড়ে চারটায় সিলেট শহরতলীর লাক্কাতুরায় নির্মিত নতুন স্টেডিয়ামের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন প্রমুখ উপস্থিত ছিলেন।