বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ মুক্তিযোদ্ধা খুশি রেলওয়ে মাঠে আয়োজিত জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন।
আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তিনি রাজবাড়ীত পৌঁছান।
এর আগে বেলা ১১টার পর গুলশানের বাসভবন থেকে তিনি রাজবাড়ীর উদ্দেশে রওনা হন।
গত ৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই ঢাকার বাইরে বিএনপির চেয়ারপারসনের প্রথম সমাবেশ। এ জনসভা থেকে ১৯ দলীয় জোটের আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষিত হতে পারে।
সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটি জনসভা শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে তিনি।