সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, উপজেলা নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের রায় দিয়েছে। তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ পরবর্তীতে জামায়াতের চেয়েও কম ভোট পাবে।
তিনি আজ সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলানায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব) আয়োজিত পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, গত ৫ বছর দমন-পীড়ন করে এবং ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে।
তিনি আরো বলেন, একটি দেশের স্বাধীনতার মূলমন্ত্র হচ্ছে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু আজ এই দুটি বিষয় শঙ্কার মধ্যে পড়েছে। আশা করি, মুক্তিযুদ্ধকে দলীয়করণ না করে আওয়ামী লীগ প্রমাণ করবে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল।
জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি এমএ গোফরানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জেএসডি’র সভাপতি আব্দুর রব উপস্থিত ছিলেন।