বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের সঙ্গে আলোচনা করতে হলে সরকারকে বৈধ বলতে হবে। তারপর আলোচনা হতে পারে।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আগে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি বর্তমান সরকারকে অবৈধ বলছেন। কিন্তু সেই সরকারের অধীনেই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন। আবার এই সরকারের সঙ্গে আলোচনাও করতে চাইছেন।
খালেদা জিয়াকে ‘জঙ্গি’ নেতা সম্বোধন করে ড. হাছান মাহমুদ বলেন, জঙ্গিদের সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যার রাজনীতি করছেন। তিনি এখন ১৯দলীয় নেতা নন, জঙ্গিদেরও নেতা।
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার সমাবেশ সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মো. ফয়েজউদ্দিন মিয়া ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার প্রমুখ বক্তব্য দেন।