সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও ঘোষণা দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ও গ্রেড বাড়ানো হবে।
আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনিএ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ভাষনে শিক্ষাক্ষেত্রে তার সরকারের নানা অবদান তুলে ধরেন। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে স্বপ্রণোদিত হয়ে প্রত্যেকটি স্কুলকে ফান্ড তৈরির তাগিদ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে শিক্ষার মানোন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। পরে তিনি শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পদক বিতরণ করেন।