বাংলাদেশে পোশাককলের নিরাপত্তা ও পোশাককর্মী অধিকার রক্ষায় অগ্রগতি হলেও তাতে ‘সন্তুষ্ট নয়’ ইউরোপীয় ইউনিয়ন।
আজ রবিবার নারী দিবস উপলক্ষে রাজধানীতে পোশাক কর্মীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা একথা জানান।
পোশাক শিল্পের চলমান অস্থিরতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না, মোটেও সন্তুষ্ট না। কেন আমরা সন্তুষ্ট হবো?'
উইলিয়াম হানা চলমান অগ্রগতি স্বীকার করে বলেন, পরিবর্তন হচ্ছে। এটা অব্যাহত রাখতে হবে। তবে আরও অনেক কিছু করতে হবে। শ্রমিকের জীবনমানের আরও উন্নয়ন ঘটাতে হবে।