জামালপুর জেলার দুটি উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে মেলান্দহ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে, বকশীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুটি উপজেলার তিনটি স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূণভাবে চলছে বলে জানিয়েছেন রিটানিং অফিসার জেলা প্রশাসক শাহাবদ্দিন খান।
২৭ ফেব্রুয়ারি দ্বিতীয়দফা নির্বাচনকালে ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টার কারণে জেলার মেলান্দহ সরকারি বালিকা বিদ্যালয় ও ভাবকী স্কুল ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। একই কারণে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জানা গেছে, মেলান্দহ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে ২ কেন্দ্রে ৬ হাজার ৫শ’ ৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
বকশীগঞ্জের মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ভোটার সংখ্যা ২ হাজার ৩৮৫ জন।
আওয়ামী লীগ সমর্থিত ডা. ইউনুছ আলী (মাইক) ও বিএনপির সমর্থিত প্রার্থী ইনকিলাবের সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী (টিউব ওয়েল) প্রতিদ্বন্ধিতা করবেন। ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে নূরুল আলম সিদ্দিকী প্রায় ৩ হাজার ৮শ’ ভোটে এগিয়ে আছেন।
অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রহিমা বেগম (প্রজাপতি) প্রতীকে ৪০ হাজার ৯২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত তাহমিনা মমতাজ পাখি (কলস) প্রতীকে ৪০ হাজার ৭০৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২১৬।
স্থগিত মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৩৮৫।