হাইকোর্টের নির্দেশে শেয়ার কেলেঙ্কারির ঘটনায় বেক্সিমকো গ্রুপের কর্ণধার ব্যবসায়ী নেতা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা একটি মামলার সকল কার্যক্রম স্থগিত করেছেন নিম্ন আদালত। আজ সোমবার দুপুরে ওই মামলায় সালমান এফ রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ-এর বিচারক রুহুল আমীন। মামলার কার্যক্রম স্থগিত হওয়ায় নিয়মানুযায়ী গ্রেপ্তারি পরোয়ানাও স্থগিত হয়ে গেছে।
আদালত সূত্র জানায়, পরোয়ানা জারির পরপরই সালমান এফ রহমানের আইনজীবী মোশারফ হোসেন কাজল ২০১১ সালে হাইকোর্টের দেওয়া একটি স্থগিতাদেশের অনুলিপি মহানগর দায়রা জজ আদালতে দাখিল করেন। এতেই ১৭ বছর আগের মামলার বিচার কার্যক্রম আবার স্থগিত হয়ে যায়।
এ সম্পর্কে আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, উচ্চ আদালতের নির্দেশে এ মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছেন।
১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ওই মামলায় সোমবার আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু ওই তিনজন আদালতে হাজির হননি। ফলে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচার কার্যক্রম শুরু করেন বিচারক মো. রুহুল আমীন। তিনি ওই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ আদেশের পর আসামীপক্ষের আইনজীবী রায়ের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ শত শত কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় ১৫টি প্রতিষ্ঠান ও ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ১৯৯৭ সালে মামলা করার পরের দিনই প্রতিষ্ঠান দু'টির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। উচ্চ আদালত থেকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা যাবে না বলে জানানো হয়। পরে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ওই সময়ের তদন্ত কমিটি ১৯৯৭ সালের ২৭ মার্চ সরকারের কাছে যে রিপোর্ট পেশ করে, তাতে সালমান এফ রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ ছিল। ফলে ১৯৯৯ সালের ১৫ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর উচ্চ আদালতের নির্দেশে প্রায় ১৩ বছর মামলাটি স্থগিত ছিল।সম্প্রতি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলাটির বিচারকাজ পুনরায় শুরু হয়।