যমুনার নুরুল ইসলাম বাবুলের থাবায় যাযাবর জীবনযাপন করছে শতাধিক অন্ধ পরিবার। যাযাবর জীবন থেকে রক্ষা পেতে চায় তারা। কিন্তু তাদের এই প্রাণের দাবি ১১ বছর ধরে আকাশ-বাতাস ভারি করলেও কর্তাদের মন গলাতে পারেনি। আর তাই সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী আবারও প্রতিবাদ মুখর হয়ে উঠেছে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গাজীপুর সমাজকল্যাণ ও অন্ধ পুনর্বাসন সোসাইটির উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি থেকে বসতভিটা ফেরতের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
সংগঠনটির সভাপতি সাহাজুদ্দিন বলেন, গাজীপুরের সফিপুরে বন বিভাগের ১৪ বিঘা জমি নিয়ে অন্ধেরটেক পল্লী গড়ে তুলেছিলাম। সেখানে বসতি তুলেছিল শতাধিক অন্ধ পরিবার। নাম দেওয়া হয়েছিল অন্ধেরটেক।
তিনি বলেন, ২০০২ সালে অন্ধেরটেক জোরপূর্বক দখল করে নেয় যমুনা গ্রুপের বাবুল। বাবুলের ভাড়াটিয়া সন্ত্রাসীরা অন্ধদের বাড়ি ঘর ভেঙে দেয়। সেখান গড়ে তোলে মদের (হান্টার) কারখানা। ওই সময় প্রতিবাদ করতে গিয়ে গুপ্ত হত্যার শিকার হন সেলিম, বারেকসহ ০৩ জন প্রতিবন্ধি।