অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, 'আগামী বাজেটে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হবে না।'
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৩৫তম সভায় তিনি একথা জানান।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফফিবিসিআই-এর ৬১৭টি প্রস্তাব নিয়ে পরামর্শক কমিটির এ সভা চলছে। সভা শুরু হয় সকাল সাড়ে ১০টায়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ, এক্সিম ব্যাংক ও এনসিসি ব্যাংকের সহযোগিতায় এনবিআর ও এফবিসিসিআই যৌথভাবে এ সভার আয়োজন করেছে।
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে এফবিসিসিআই এনবিআরের কাছে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আমদানি শুল্কের বিষয়ে মোট ৬১৭টি প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবগুলো নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হবে।
পরামর্শক কমিটির বৈঠকের জন্য তৈরি এফবিসিসিআই-এর বাজেট প্রস্তাবের মধ্যে আয়করের ওপর রয়েছে ১৭৫টি প্রস্তাব।
আগামী অর্থবছরের বাজেট উপলক্ষে এফবিসিসিআই মূল্যসংযোজন কর (ভ্যাট) সংশ্লিষ্ট ১৫৫টি প্রস্তাব দিয়েছে।
সভায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আমদানি পর্যায়ে শুল্কের জন্য আগামী বাজেটে ২৮৭টি প্রস্তাব দেওয়া হয়েছে।