রাজশাহী মহানগরীর শালবাগান মোড়ে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আনিসার রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সিএনজি যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আনিসারের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার বড় বটখালি গ্রামে।
ঘটনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, আনিসার রহমান সিএনজি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এর চালক এবং হেলপার পলাতক রয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত সিএনজিটিও উদ্ধার করা হয়েছে।
মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম সিএনজি যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি নওগাঁ থেকে রাজশাহী আসছিল। আর সিএনজিটি রাজশাহী থেকে বাগমারা যাচ্ছিল। এ ব্যাপারে থানায় মামলা হবে ।