নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় চাকরিচ্যুত র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেফতার করতে আদালতের দেয়া আদেশের অনুলিপি আজ সোমবার সকালে পুলিশ সদর দফতর থেকে জেলার পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। আদেশের বিষয়টি পুলিশের মহাপরিদর্শক ছাড়াও স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জনপ্রশাসনসচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে জানানো হয়েছে।
র্যাবের তিন কর্মকর্তা হলেন র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা।
এর আগে গতকাল রবিবার নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় র্যাবের ওই তিন কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে বলা হয়েছে, দণ্ডবিধি বা বিশেষ কোনো আইনে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না গেলে ৫৪ ধারায় গ্রেফতার করতে হবে।