'জেলায় জেলায় বিক্ষোভের নামে আবারও নতুন করে বিশৃঙ্খলা শুরু করবে বিএনপি। আর এ বিক্ষোভের নামে যদি কোনো বিশৃঙ্খলা করা হয়, তবে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে' বললেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত 'পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার স্মরণ সভা’য় তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, 'বাংলাদেশে একটি নতুন রাজনীতি শুরু হয়েছে। বাংলাদেশে যে দলের নেতৃত্বে বাংলাদেশে প্রথম হত্যা-গুমের রাজনীতি শুরু হয়। জিয়াউর রহমানের সময় ঢাকা মহানগর ছাত্রলীগের মাহফুজ বাবুকে অপহরণ করা হয়। তার লাশও খুঁজে পাওয়া যায়নি। সেখান থেকে জিয়াউর রহমান ও তার দলের হত্যাগুমের রাজনীতি শুরু।'
তিনি আরও বলেন, '২০০১ ও ২০০৬ সালের মধ্যে ২১ হাজার আওয়ামী লীগ কর্মী হত্যা করা হয়েছে। যারা পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, তারা এখন হত্যা-গুমের রাজনীতির বিরুদ্ধে কথা বলে। তাদের কথা শুনে মানুষ হাসে। আমাদের লজ্জা হয়। নারায়ণগঞ্জের হত্যাগুমের সঙ্গে বিএনপি জড়িত। নিহতেরা সবাই আওয়ামী পরিবারের মানুষ।'
বাংলাদেশের অনেকগুলো হত্যাকাণ্ড সেনাবাহিনীর মাধ্যমে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'এমনকি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডও। পুলিশ বাহিনীর বিরুদ্ধেও হত্যাকাণ্ডের অভিযোগ আছে। তাই বলে কি বেগম জিয়া পুলিশও বিলুপ্তির কথা বলবেন?'
তিনি আরও বলেন, 'বেগম জিয়া আগামীকাল নাকি নারায়ণগঞ্জ যাবেন। নারায়ণগঞ্জের মানুষকে সতর্ক থাকতে বলবো। যিনি নারায়ণগঞ্জ যাচ্ছেন তার হাতে রক্তের দাগ।'