'দেশের মানুষ আজ আতঙ্কিত। তাই নারায়ণগঞ্জের সাত খুনসহ সারাদেশে গুম-হত্যা-অপহরণের দায় নিয়ে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে' বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক হীন উদ্দেশে ব্যবহার করছে। এই অবৈধ সরকার দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।'
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বিশেষ আদালতে স্থানান্তরের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল এই সভার আয়োজন করে।