'জাতীয় পার্টি উইল রিপ্লেস বিএনপি ভেরি সুন। বিএনপির কোনো রাজনীতি নেই। তাদের কোনো ভবিষ্যৎ নেই' বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
এরশাদ বলেন, 'জিয়ার খুনি কে তা সবাই জানে। আমি কাউকে আঘাত করার জন্য কিছু বলিনি। আমি কারও নাম উল্লেখ করিনি। উনি কেন আমার বক্তব্য নিজের দিকে নিয়ে গেলেন আমি জানি না। আমাকে হেয় করার জন্যই মঞ্জুর হত্যা মামলা ঘটনার ১৪ বছর পর দায়ের করা হয়েছে।'