বাংলাদেশে প্রয়োজনীয় বিনিয়োগের আশ্বাস দিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। এ সময় ভবিষ্যতে এশিয়ার মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হিসেবে দেখারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আজ সোমবার সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি কথা আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. সিরাজুল আকবর, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন, বদরুল আলম হিরো, বিএনপির সভাপতি কবির মুরাদ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
মজিনা মাগুরার লিচু, কৃষি, দেশের প্রাকৃতিক গ্যাস ও কয়লাসম্পদসহ বিভিন্ন সম্ভাবনার দিক তুলে ধরেন। এ সময় এ দেশে তার সরকারের প্রয়োজনীয় বিনিয়োগের আশ্বাস দেন তিনি।
মজিনা বলেন, '৬৪ জেলা সফর করে বাংলাদেশের জনগণের কাছে আমেরিকাকে তুলে ধরতে এ দেশ সর্ম্পকে জানতে চাই।'
পরে তিনি শহরের মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন।
এ ছাড়া বিকেলে তিনি ঝিনাইদহের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, পৌরসভা ও কমিউনিটি রেডিও ঝিনুক পরিদর্শনের কথা রয়েছে।