সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা সানাইয়া এলাকায় হিলা নামে সোফা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। বাকি দু’জন ভারতীয় বলে জানা গেছে।
ওই ফ্যাক্টরিতে মোট ১৫ জন শ্রমিক থাকতেন। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও দুইজন ভারতীয় শ্রমিক।
নিহত নয়জনের মধ্যে সাতজনের নাম জানা গেছে। এরা হলেন- মো. সেলিম (৩৫), নাজির হোসেন (৩৫), মো. জালাল (৩৫), বাহাউদ্দিন (৩১), আ. গাফ্ফার (৩২)। এরা সবাই কুমিল্লা জেলার অধিবাসী। নিহত জাকিরের (৫৫) বাড়ি ফেনী ও আফতাবের (৪৫) বাড়ি মাদারীপুর জেলায়।
ভারতীয় দুজন হলেন- ইসরার (২৫) ও ওয়াসিম (৩৫)।
বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা শেষ হলে বলা যাবে মোট কতজন মারা গেছেন।