নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ হত্যাকাণ্ডের শিকার সাতজনের পরিবার-পরিজনকে সান্ত্বনা জানাতে নারায়ণগঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি নজরুল ইসলামে বাসায় পৌঁছান।
গত বুধবার তার সেখানে যাওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে আজ নারায়ণগঞ্জ গেছেন খালেদা।