১৯ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ দফা উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী এবার উপজেলায় অবস্থান করবে বলে জানেয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
তিনি বলেছেন, প্রয়োজনে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী রাউন্ড দেবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তাও করবে তারা। সেনাবাহিনীকে এবার বলে দিতে হবে না তাদের দায়িত্ব কী?'
আজ মঙ্গলবার দুপুর ১টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ দফা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পার্থী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, 'এর আগে রংপুর বিভাগে উপজেলা নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১৯ মে জেলার ৪টি উপজেলা রংপুর সদর, পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলাতেও সেভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।'
রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহামেদ, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবীর, রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএমসহ সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের প্রতিনিধিরা।
এ ছাড়াও রংপুরের ৪ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা এ সময় উপস্থিত ছিলেন।