৮ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি চালিত) ড্রাইভার্স ইউনিয়ন।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী অটোরিকশার চালকরা অংশ নেন।
অটোরিকশা চালকদের ৮ দফা দাবিগুলো হচ্ছে- সরকার নির্ধারিত জমা ৬০০ টাকার অতিরিক্তি না নেওয়া, যাত্রীদের জিজ্ঞাসাবাদের নামে ডাম্পিং ও মামলা না করা, সিএনজি ইকোনমিক লাইফ ৯ বছরের বেশি করা যাবে না এবং অভিজ্ঞ চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স এবং নবায়ন ব্যবস্থা করা।
এছাড়া দাবিগুলোর মধ্যে চালকদের নিয়ে কমিটি গঠন, আইন অমান্যকারী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ৫ হাজার সিএনজি চালককে ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়া এবং মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করাও রয়েছে।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা বাহারানে সুলতান বাহার, সিনিয়র সহ সভাপতি চুন্নু চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মন্নাফ, দপ্তর সম্পাদক মুস্তাক আহমেদ এবং কোষাধক্ষ আব্দুল জলিল প্রমুখ।