ঠাকুরগাঁও টার্মিলানের সামনে মহাসড়কে চাঁদাবাজি ও জুয়া খেলার অভিযোগে ৮ শ্রমিককে আটক করেছে পুলিশ। এ আটকের ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁও-পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে ট্রাক, ট্যাংক-লড়ি ও শ্রমিক ইউনিয়ন।
বুধবার রাত সাড়ে ১১টায় পুলিশ ৮ শ্রকিকে আটক করে। পরে রাত ১২টা থেকে ঠাকুরগাঁও-পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়।
অবরোধের কারণে রাস্তার উভয়পাশে আটকা পড়েছে ঢাকাগামী দূরপাল্লার যানবাহনসহ বিভিন্ন গন্তব্যের গাড়ি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ঠাকুরগাঁও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টার্মিনালে মিনিবাসে বসে থাকা অবস্থায় পুলিশ শ্রমিক ইউনিয়নের ৫ জন ও ট্রাক, ট্যাংক লড়ির ৩ জনকে আটক করে।
ট্রাক, ট্যাংক লড়ি ও মোটর মালিক সমিতি থেকে ওই রাস্তায় নিয়মিত টোল তোলা হয় বলে দাবি করেন তিনি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, মহাসড়কে চাঁদাবাজি ও জুয়া খেলার অভিযোগে ৮ শ্রমিককে আটক করা হয়েছে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।