রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে আদালতে যান তিনি। এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৪ এপ্রিল রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে বিচারক আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেন। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আব্দুর রশীদের আদালতে মামলাটির বিচার কাজ চলছে। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
এরশাদ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ। এ মামলার অারেক আসামি একেএম মুসা শুরু থেকেই পলাতক রয়েছেন।