ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কর্মসূচির প্রথম পর্ব আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
এদিন বেলা ১১টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ একজন ভোটারের ফরম পূরণের মাধ্যমে তথ্য সংগ্রহ কাজ শুরু করেন।
শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের স্বর্ণা রানী ভৌমিকের (অনার্স ১ম বর্ষের ছাত্রী) তথ্য সংগ্রহ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুর হয়।