তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, র্যাব বাতিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব হঠকারী ও রাজনৈতিক চক্রান্ত। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ভেঙ্গে দিয়ে রাষ্ট্রকে নিরাপত্তাহীন করতেই তার এ প্রস্তাব। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তথ্যমন্ত্রী বলেন, কতিপয় সদস্যের অপরাধের জন্য আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাহিনী বা সংস্থাকে বাতিল করে দেওয়ার প্রস্তাবটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। খালেদা জিয়া র্যাবকে দলীয় বাহিনী বলেছেন। এর আগে তিনি পুলিশকেও দলীয় বাহিনী বলেছেন।
তিনি বলেন, র্যাবের জন্মের পর থেকে এ পর্যন্ত এক হাজার ৯৪৯ জন র্যাব সদস্যকে লঘু ও গুরু শাস্তি দেওয়া হয়েছে। অনেককে চাকরিচ্যুতও করা হয়েছে। সুতরাং র্যাব আইনের ঊর্ধ্বে নয়।
ইনু বলেন, বিএনপির সময়ে র্যাবের হাতে বেশি মানুষ মারা গেছে। ২০০৪ সালে র্যাবের যাত্রা শুরুর পর প্রথম তিন বছরেই ৩৭৩ জন মারা যায়। আর শেখ হাসিনা সরকারের আমলে গত ৫ বছরে এ সংখ্যা কমে ২৭৮ জনে পৌঁছেছে।