ছয় দফা দাবিতে রাজশাহী বিভাগে আজ রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক পথে রাজশাহীর সঙ্গে রাজধানী ঢাকাসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা। বাসের সঙ্গে সঙ্গে বন্ধ রয়েছে মালবাহী ট্রাক, ট্যাংকলরিও।
গত ১৫ মে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে নসিমন, করিমন, ভটভটি পাওয়ারটিলার, ট্রাক্টরসহ অবৈধ যানবাহন বন্ধ করা না হলে ছয় দফা দাবিতে ২৯ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। একই দাবিতে ২০ মে বিকেল ৩টা থেকে ২১ মে রাত ৮টা পর্যন্ত প্রতীকী পরিবহন ধর্মঘটও পালন করা হয়। ওই দিন বিকেলে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ থেকে একই দাবিতে পুনরায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে পরিবহন নেতারা জানান, এর মধ্যে দাবি পূরণ না হলে ২৫ মে রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে।
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এরই মধ্যে রাজশাহী বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে।