সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে আদালত বর্জন কর্মসূচি ডেকেও আদালতের কার্যক্রমে অংশ নিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি একই সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান।
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা মো. কামরুজ্জামানের আপিল বিষয়ক একটি আবেদনের শুনানিতে রোববার সকাল ১০টা ৫ মিনিটে আপিল বিভাগে শুনানিতে অংশ নিতে দেখা যায় খন্দকার মাহবুবকে। এদিন সুপ্রিম কোর্টসহ সারাদেশে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি রয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।
শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশে বাধা পেয়ে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে খালেদা জিয়ার উপস্থিতিতে এই কর্মসূচি ঘোষণা করেন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া। শুনানিতে তাজুল ইসলামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাকে দেখা গেছে।
যদিও আবেদনটি আদালত গ্রহণ করেননি। অর্থাৎ তাজুল ইসলাম কামারুজ্জামানের পক্ষে শুনানি করতে পারবেন না। তবে তিনি এ মামলায় জ্যেষ্ঠ কোনো আইনজীবীকে সহযোগিতা করতে পারবেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং অ্যাডভোকেট চন্দন সরকারসহ সব অপহরণ-খুনের বিচার দাবিতে শনিবার ডাকা আইনজীবী ফোরামের মহাসমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে রোববার সারাদেশে আদালত বর্জনের ডাক দিয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করতে না পেরে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে খালেদা জিয়াকে নিয়ে সমাবেশ করে এই কর্মসূচি ঘোষণা করেন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া। রোববার সকাল থেকে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টসহ সারাদেশে আদালত বর্জন কর্মসূচি চলবে। এছাড়া সোমবার সারাদেশে বিক্ষোভ, মঙ্গলবার সারাদেশে মানববন্ধন এবং ২৮ ও ২৯ মে সারাদেশে কালো পতাকা মিছিল করবেন তারা।